Date:

Share:

আইটি স্পেশালিষ্টদের জন্য নটরডেম বিশ্ববিদ্যালয়ে চাকরীর দারুন সুযোগ

এই ক্যাটাগরির অন্যান্য লেখা

নটরডেম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে  IT SPECIALIST  পদে লোক নিয়োগ দেয়া হবে।বিজ্ঞপ্তি অনুসারে পদ্গুলোয় যোগ্যতা পূরনসাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীরা ১৬ই আগষ্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:কম্পিউটার সায়েন্সে M.Sc এবং B.Sc অথবা সফটওয়্যার  ম্যানেজমেন্টে উচ্চতর দক্ষতা থাকতে হবে।

প্রার্থীকে অবশ্যই বিশ্ববিদ্যালয় কতৃক নির্ধারিত  কৌশল অনুসারে সমস্ত NDUB নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম তত্ত্বাবধায়ন করার মতো  যোগ্যতা থাকতে হবে।

অভিজ্ঞতাঃ একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বা মাল্টিন্যাশনাল কর্পোরেশনে নূন্যতম ৫ থেকে ৬ বছরের জন্য আইটি বিশেষজ্ঞ হতে হবে।

সুবিধা ও বেতন: আইটি স্পেশালিষ্ট পদে বেতন আলোচনা সাপেক্ষে  নির্ধারন করা হবে।প্রতিষ্ঠানের বেতনরীতি অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা  প্রদান করা হবে।

যেভাবে করবেন আবেদন: আবেদন করতে প্রত্যেক প্রার্থীকে জমা দিতে হবেঃ-

১) কভার লেটার

২) CV

৩)একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এর সত্যায়িত কপি।

৪)দুই কপি ছবি (১টি পাসপোর্ট সাইজ এবং ১টি স্টাম্প সাইজ)

৫) খামে কাঙ্ক্ষিত পদের নাম উল্লেখ থাকতে হবে।

বিঃদ্রঃ শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীকে লিখিত এবং সাক্ষতকারের জন্য ডাকা হবে।

আবেদনের ঠিকানা: আবেদন  পৌছানোর  ঠিকানা “দ্যা রেজিষ্টার;নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, P.O. Box 7,2/A আরামবাগ, মতিঝিল,ঢাকা ১০০০”  সোমবার ১৬ই আগষ্ট ২০২১ এর মধ্যে।

সর্বাধিক পঠিত