Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the depicter domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/excelle3/blog.excellencebangladesh.com.bd/wp-includes/functions.php on line 6121

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fluentform domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/excelle3/blog.excellencebangladesh.com.bd/wp-includes/functions.php on line 6121
কম খরচে বাংলাদেশি শিক্ষার্থীরা যে দেশে পড়তে পারেন - Blog • Excellence Bangladesh

কম খরচে বাংলাদেশি শিক্ষার্থীরা যে দেশে পড়তে পারেন

কম খরচে বাংলাদেশি শিক্ষার্থীরা যে দেশে পড়তে পারেন

উন্নত দেশ থে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা বা স্বপ্ন সবারই থাকে কিন্তু হাতেগোনা গুটিকয়েকই দেশের বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারে। তবে স্কলারশিপ না পেলেও অনেকে উচ্চশিক্ষার জন্য উন্নত দেশে যেতে চায়। কিন্তু বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীর যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক দিকনির্দেশনার অভাবে বিদেশে উচ্চশিক্ষার এই স্বপ্ন অধরা থেকে যায়। বিদেশে উচ্চশিক্ষার কথা শুনলে প্রথমেই যে প্রশ্নটি আমাদের মাথায় ঘুরপাক খায়, সেটি হলো কোন দেশে সাধ্যের ভেতর উচ্চশিক্ষা লাভ করা সম্ভব। যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে চান, তার মান অবশ্যই বড় একটি ব্যাপার। তবে টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, ভবিষ্যতে চাকরির বিষয়টিও বিবেচনায় রাখাটা জরুরি।

এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশ বিদেশিদের কম খরচে পড়ার সুযোগ দেয়। আর্থিক সংকুলান না হলে আছে স্কলারশিপের ব্যবস্থা। এমন কিছু দেশ আছে যারা বিদেশি শিক্ষার্থীদের জন্য খুবই কম খরচে উন্নত শিক্ষার পাশাপাশি চাকরিরও সুযোগ প্রদান করে। ফলে, শিক্ষা ও জীবনধারণের ব্যয় সহজ হয়ে যায়।

নিচে বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় কম এমন দেশগুলোর মধ্যে কয়েকটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

জার্মানি
বর্তমানে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের প্রথম পছন্দ জার্মানি। এর মূল কারণ জার্মানিতে উচ্চশিক্ষায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই কোন টিউশন ফি। স্নাতক প্রোগ্রামে ও বেশিরভাগ স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য সাধারণত ফি নেই। তবে কিছু স্নাতকোত্তর প্রোগ্রামে টিউশন ফি থাকলেও তা অন্যান্য দেশের তুলনায় কম।

তবে জার্মানিতে স্কলারশিপ পাওয়ার জন্য শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে অথবা জার্মানি ভাষা জানতে হবে। জার্মানে সরকারি বিশ্ববিদ্যালয়ে আপনি বিনামূল্যে পড়তে পাড়লেও, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনের ক্ষেত্রে টাকা লাগে। তাই, যাওয়ার আগে অবশ্যই স্কলারশিপ এর অধীনে কি কি সুবিধা উপভোগ করতে পারবেন তা দেখে যাবেন।

উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
• ব্যাংক সল্ভেন্সি: ১২ লাখ টাকা দেখাতে হয়। আর পরে, ৯০ হাজার করে প্রতি মাসে তুলতে পারবেন।
• পড়াশোনা: প্রতি সেমিষ্টারে সেমিষ্টার কনট্রিবউশন ১০ থেকে ৩০ হাজারের মত টাকা লাগে। আর এই টাকার কারণে আপনার পরিবহন টিকেট ফ্রি। বাকী পড়াশোনার খরচ ফ্রি।
• বাসস্থান ও আনুসাঙ্গিক: ২০ হাজার থেকে ৪০ হাজার পর্যন্ত খরচ প্রতিমাসে। তবে খরচের কম-বেশি হবে আপনার জীবন-যাত্রার মানের উপরে। আর স্বাস্থ্যবীমার জন্য ১০ হাজার টাকা দিতে হয়।

স্পেন
উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে ইউরোপ সবসময়ই বেশ পছন্দের গন্তব্য। দেশ থেকে প্রতিবছর উচ্চশিক্ষার জন্য অসংখ্য শিক্ষার্থী ইউরোপের বিভিন্ন দেশে পড়তে যাচ্ছেন। তার মধ্যে স্পেন অন্যতম। স্পেন এমন একটি দেশ, যে দেশে আপনি খুব স্বল্প খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। এখানে জীবনযাত্রা নির্বাহে খুব বেশি টাকা লাগেনা বিধায় আপনি সহজে উচ্চশিক্ষা গ্রহণে বেছে নিতে পারেন এই দেশকে।

উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
• পড়াশোনা: পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের খরচ ৬ লাখ থেকে ১৩ লাখ টাকা পর্যন্ত। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের খরচ ৫ লাখ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত।
• বাসস্থান ও আনুসাঙ্গিক: ৪০ থেকে ৫০ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকলে আরও কম হবে।

ফ্রান্স
পশ্চিম ইউরোপের শিল্প-সাহিত্য-ঐতিহ্যসমৃদ্ধ এবং বিশ্বের সবচেয়ে পুরনো জাতি-রাষ্ট্রের একটি হলো ফ্রান্স। ফ্রান্সের বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতির পাশাপাশি শিক্ষা ব্যবস্থাও অন্যান্য দেশের তুলনায় অনেক সমৃদ্ধ। উন্নত জীবনযাত্রা, শক্তিশালী অর্থনীতি ও মানসম্মত সময়োপযোগী শিক্ষার পরিবেশ থাকায় উচ্চশিক্ষা লাভের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে ইউরোপের এই দেশ। বিশ্বের অন্যান্য দেশের মতো ফ্রান্সে বাইরের দেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে।তাই প্রতি বছর প্রচুর বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণে পাড়ি জমাচ্ছে ফ্রান্সে।
সেখানে আপনি কম খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুবিধা পাবেন। তবে আপনি ফ্রান্সের ভাষা শিখে গেলে স্থানীয় ভাষায় কোর্স করার সুবিধা পাবেন। ক্রমেই ফ্রান্স ইংরেজি ভাষায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।

উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
• ব্যাংক সল্ভেন্সি: ১০ থেকে ১৫ লাখ টাকা।
• পড়াশোনা: স্নাতক কোর্সে প্রতি বছর ৩ লাখ টাকা। স্নাতকোত্তর কোর্সে প্রতি বছর খরচ হবে ৪ লাখ টাকা। খরচ বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে।
• বাসস্থান ও আনুসাঙ্গিক: ৪০ থেকে ৫০ হাজার টাকা।বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকলে আরও কম হবে।

চীন
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষায় নতুন এক গন্তব্য চীন। চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে সহজে ভর্তি, আকর্ষণীয় বৃত্তি এবং শিক্ষা শেষে চাকরির সুযোগ – এসব কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই এখন চীন যেতে উৎসুক। সুযোগ সুবিধা-সম্পন্ন চীনের স্কলারশিপ পেতে হলে আপনাকে অবশ্যই চাইনিজ ভাষা জানতে হবে।
বাংলাদেশে অনেক স্থানে যেমন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ল্যাংগুয়েজ ক্লাবে, ব্র্যাক ইউনিভার্সিটির অধীনে আপনি কম খরচে চাইনিজ ভাষা শিখে নিজের উচ্চশিক্ষা গ্রহণের বিদেশ এ যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন।

উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
• পড়াশোনা: যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন তাহলে বছরে ২-৩ লাখ টাকা টিউশন ফি। আবার যদি মেডিকেলে পড়েন সেক্ষেত্রে ৩ থেকে ৬ লাখ টাকা।
• বাসস্থান ও আনুসাঙ্গিক: বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকলে বছরে দিতে হবে ৩০ হাজার থেকে ৮০ হাজার টাকা। আর হোস্টেলের বাহিরে নিজে রান্না করে খেলে এবং ভাড়া নিয়ে থাকলে খরচ হবে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকার মত। মাসে মাত্র ১৩০০ টাকায় স্টুডেন্ট পাস দিয়ে পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করতে পারবেন।

নরওয়ে
নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত স্কান্ডিনেভিয়ান একটি দেশ নরওয়ে। ইউরোপের ৪ টি নর্ডিক দেশের মধ্য অন্যতম নরওয়ে বিশ্বের শান্তির সূচকে আছে এক নম্বরে। এদেশের জীবন যাত্রার খরচ একটু বেশি হলেও অপরূপ সৌন্দর্যমন্ডিত নরওয়েতে রয়েছে ভবিষ্যৎ গড়ার অপার সম্ভাবনা। কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাদে নরওয়ের সব বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার খরচ একদম ফ্রি। তবে অন্যান্য দেশের তুলনায় নরওয়েতে উচ্চশিক্ষা গ্রহণে খরচ কিছুটা সমার্থের মধ্যে বিদ্যমান থাকায়, যে কোন শিক্ষার্থীরা খুব সহজে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন এই দেশে।
তবে নরওয়েতে আন্ডারগ্রাজুয়েশন কোর্স করা যাবে না। করতে হলে, স্নাতকোত্তর কোর্স করতে হবে।

উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
• ব্যাংক সল্ভেন্সি: অফার লেটার পাওয়ার পর বিশ্ববিদ্যালয়র ব্যাংক অ্যাকাউন্টে ১২ লাখ টাকা পাঠাতে হয়। তবে এটা আবার ফেরত দিয়ে দেয়।
• পড়াশোনা: ফ্রি। শুধু রেজিস্ট্রেশন ফি ৩,৫০০ টাকা।
• বাসস্থান ও আনুসাঙ্গিক: প্রতিমাসে ১ লাখ টাকা। কম বেশি হতে পারে। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকলে আরও কম হবে।

তুরস্ক
তুরস্ক, অর্থনীতি-ভৌগোলিক অবস্থান বিশ্ব-রাজনীতির ভিন্নতার কারণে বরাবরই থাকে আলোচনার শীর্ষে। খুব অল্প সময়ের মধ্যেই তুরস্ক অর্জন করেছে উন্নত রাষ্ট্রের কাতারে যাওয়ার যোগ্যতাসমূহ। তবে এর মূলে রয়েছে তাদের আধুনিক শিক্ষাব্যবস্থা। তুরস্কের শিক্ষা ব্যবস্থা পুরো ইউরোপের দেশগুলোর মধ্যে সেরা দশে অবস্থান করে নিয়েছে। এছাড়াও ওয়ার্ল্ড র্যাং কিংয়েও প্রথম সারিতে রয়েছে তুরস্কের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়৷ ফলে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে থেকে অসংখ্য শিক্ষার্থী পাড়ি জমাচ্ছে তুরস্কে।

উচ্চশিক্ষার আনুমানিক খরচঃ-
• পড়াশোনা: সরকারিতে গ্রাজুয়েশনের জন্য ২৫ হাজার থেকে ৭৬ হাজার টাকা টিউশন ফি প্রদান করতে হয়। অপরদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৫ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত টিউশন ফি দিতে হয়। আর সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর জন্য ৩০ হাজার থেকে ৬০ হাজার। পিএইচডির জন্য ৫ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।
• বাসস্থান ও আনুসাঙ্গিক: মাসে ২০ – ৩০ হাজার টাকা। খরচ আপনার জীবন-যাপনের উপর নির্ভরশীল।

 

 

সাজিয়া আফরিন সৃষ্টি
সাজিয়া আফরিন সৃষ্টি

Recent post