এক্সিলেন্স বাংলাদেশ ক্যাম্পাস টিমে যোগ দিতে পারেন আপনিও!

এক্সিলেন্স বাংলাদেশ ক্যাম্পাস টিমে যোগ দিতে পারেন আপনিও!

যুক্ত হোন এক্সিলেন্স বাংলাদেশ ক্যাম্পাস টিমে, শুধুমাত্র বাংলাদেশের ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেই মিলতে পারে এই সুযোগ। এক্সিলেন্স বাংলাদেশ তারুণ্যনির্ভর স্কিল ডেভেলপমেন্ট ও ক্যাম্পাস একাডেমিয়া কলাবরেশনে কাজ করছে গত তিনবছর ধরেই।


কি পাবেন ক্যাম্পাস টিমে কাজ করলে-
১. এটা একটা আনপেইড জব।
২. আমরা আপনাকে কেন্দ্র করে নানামুখী ক্যারিয়ার পোগ্রাম করবো যা সম্পূর্ন ফ্রি।
৩. ক্যাম্পাসে আমাদের প্লাটফর্মের লিড করবার সুযোগ।
৪. সিভি, বিডিজবস, লিংকডইন আর নিজের পড়াশোনার সেক্টর সম্পর্কে বিস্তারিত ডেভেলপমেন্ট। ৫. আমাদের সার্টিফিকেশন।
৬. অন্তত ৫০০ জন নতুন কর্পোরেট মানুষের সাথে পরিচয় হবে যদি চার বছর আমাদের সাথে কাজ করেন।
৭. সারাদেশে ১২০ টি ক্যাম্পাসে প্রায় ৪ হাজার নতুন বন্ধু হবে।


আপনার কি কাজ-
১. ক্যাম্পাস টিমের অংশ হিসেবে যে সুযোগটা আপনি পাচ্ছেন তার মাধ্যমে নিজের ক্যাম্পাসের বাকি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে সহযোগীতা করা।
২. আমাদের ব্লগে বিভিন্ন চাকরীর খবর প্রকাশ হয়, সেগুলো নিজের ক্যাম্পাসে ছড়িয়ে দেওয়া।
৩. নিজের পার্সোনাল ব্রান্ডিং করবার পাশাপাশি আমাদের প্লাটফর্মের উন্নয়নে কাজ করা/পরামর্শ দেয়া।
৪. আমাদের ইভেন্টগুলোতে সক্রিয় অংশগ্রহন, যেখানে আপনার কোনো টাকা খরচ হবেনা বরং যা শিখবেন তা কেউ শেখাবেনা।
৫. এক্সিলেন্স বাংলাদেশ সেন্ট্রাল থেকে আসা সকল নির্দেশনা পালন করা।
৬. ক্যাম্পাসের সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী ক্লাবগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন।


আপনার কি যোগ্যতা থাকতে হবে-
১. অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ৩য় বর্ষের শিক্ষার্থী হতে হবে।
২. সিভিতে অবশ্যই ভার্সিটিতে বর্তমানে কোন ক্লাবের সাথে যুক্ত তা উল্লেখ করবেন।
৩. যেহেতু সারাদেশে আমাদের বর্তমান টিম আছে সেহেতু বর্তমান টিমমেম্বারদের সাথে কাজের মানসিকতা থাকতে হবে।
৪. কমিউনিকেশন দক্ষতা আমাদের জন্য খুব দরকার। কারণ আপনার মাধ্যমে পুরো ক্যাম্পাস আমাদের চিনবে।
৫. নিজের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব থাকতে হবে।
৬. একসাথে আমাদের মত আরো কয়েকটা প্লাটফর্মে কাজ করেন এমনদের আবেদনে নিরুৎসাহিত করা হচ্ছে, যেখানে কাজ করছেন সেটাও ভালো। ওখানে সেরাটা দিবেন প্লিজ।


আবেদনের নিয়ম- excellencebangladesh@gmail.com

নুর তাসিন
নুর তাসিন
ক্যাম্পাস টিম সেক্রেটারী,ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস টিম,এক্সসিলেন্স বাংলাদেশ।

Recent post