নারী উদ্যোক্তাদের ৫২ টাকায় অফিস দিচ্ছেন নিশা

নারী উদ্যোক্তাদের ৫২ টাকায় অফিস দিচ্ছেন নিশা

নারী উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) সভাপতি নাসিমা আক্তার নিশা এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। নারীদের জন্য এমন উদ্যোগ বাংলাদেশে এই প্রথম।

জানা যায়, মহাখালীতে অবস্থিত উইয়ের প্রধান কার্যালয়ের একটি অংশে আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস থেকে যাত্রা শুরু করেছেন  উদ্যোক্তা নারীদের প্রতিষ্ঠানের জন্য ‘কো-ওয়ার্কি স্পেস-দ্যা হাইভ’।

কিন্তু  শহরে সবাই যখন অফিস ভাড়া দিতে হিমশিম খান; তখন উই সভাপতি ঘণ্টাপ্রতি মাত্র ৫২ টাকায় অফিস ব্যবহার করার সুযোগ দেবেন। এতে ফ্রি ওয়াইফাই, মিটিং, মেন্টরিংসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

উইয়ের ওয়ার্কিং কমিটির ডিরেক্টর ফারজানা তন্বী বলেন, ‘নিশা আপুর উদ্যোগটি আমাদের দেশের প্রেক্ষাপটে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা অনেকে মুখে বলি, নারীদের পাশে আছি, কিন্তু এই অফিস
সুবিধা  করে দেখানো একটা বড় কাজ।’

তিনি বলেন, ‘ক্ষুদ্র নারী উদ্যোক্তারা ট্রেড লাইসেন্সসহ নানা ইস্যুতে অফিস ঠিকানা দেখাতে পারেন না বেশি ভাড়ার কারণে। সেখানে এ সুবিধা নিলে যার যখন ইচ্ছা অফিস করতে পারবেন। সেবাটি নিতে ০১৮৯৪৮৮৭৪৭০ নাম্বারে কল অথবা উইয়ের গ্রুপে বিস্তারিত জানা যাবে।’

নাসিমা আক্তার নিশা বলেন, ‘মানুষ বাঁচে তার কর্মে । আমি দ্য হাইভের উদ্যোগটি উৎসর্গ করলাম নারী দিবসকে সামনে রেখে বাংলাদেশের সকল নারী উদ্যোক্তাকে। যারা আমাদের দেশকে গর্বিত করছেন প্রতিনিয়ত।’

মোঃ আশফাক মজুমদার
মোঃ আশফাক মজুমদার
মোঃ আশফাক মজুমদার ট্যালেন্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি এক্সিলেন্স বাংলাদেশ

Recent post