“মেন্টরিয়ান” এর পক্ষ থেকে দুইটি কোর্স উপহার!!

“মেন্টরিয়ান” এর পক্ষ থেকে দুইটি কোর্স উপহার!!

এডটেক প্রতিষ্ঠান Mentorian এর সৌজন্যে তারুণ্যের স্কিল ডেভেলপমেন্ট প্লাটফর্ম এক্সিলেন্স বাংলাদেশের সকল টিমমেম্বার ও আমাদের সকল শুভানুধ্যায়ীদের জন্য আগামী ৪ঠা মার্চ রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করলেই দুটি খুবই দরকারী কোর্স সম্পূর্ন ফ্রি!!!!!!!! কোর্সগুলা-
১. ফেসবুক মার্কেটিং
২. লিংকডইন প্রোফাইল তৈরী।
নিয়মাবলী-
১. নিচের গুগল ডক ফরম পূরণ করতে হবে ৪ঠা মার্চ রাত ১২টা এর মধ্যে- https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfvBxVCsYfeX64H4SutmBC1YG3BiYMECOJ0UJM6y-zHKy7Xow/viewform?usp=sf_link
২। যারা ফরম পূরন করলেন তাদের কুপন কোড মেইলে চলে যাবে ৬ই মার্চ বিকাল ৫টার মধ্যে। কুপন এপ্লাই করে সম্পূর্ন ফ্রিতে ১৩ই মার্চ রাত বারোটার মধ্যে কোর্স দুটি এনরোল করে রাখতে হবে তাহলে কোর্সটি আজীবন এক্সেস পাবেন ফ্রি। কিন্তু ফরম পূরন করে কোড পেয়েও যদি কুপন কোড এপ্লাই না করেন, তাহলে ১৪ই মার্চ তারিখ থেকে কোর্সগুলা পেমেন্ট করেই কিনতে হবে। সো, কোড পাওয়ামাত্র এপ্লাই করতে হবে।
৩। এক্সিলেন্স বাংলাদেশ ক্যাম্পাস টিম ছাড়াও সারাদেশের আমাদের শুভানুধ্যায়ী, বিভিন্ন ক্লাবের মেম্বারসহ আমাদের গ্রুপের মেম্বারেরাও ফরমটি পূরন করলে এই সুবিধা পাবেন।

মেন্টরিয়ান” কে অনেক ধন্যবাদ তরুণদের জন্য এই দারুণ সুযোগটি করে দেয়াতে।

নুর তাসিন
নুর তাসিন
ক্যাম্পাস টিম সেক্রেটারী,ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস টিম,এক্সসিলেন্স বাংলাদেশ।

Recent post