বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে চিন্তা শুরু হয়। কেউ সরকারি চাকরির পিছনে ছুটতে চায় কেউবা কর্পোরেট জগতে এগিয়ে যেতে চায়। কিন্তু সঠিক দিকনির্দেশনা কোথায় পাবে সেটা নিয়েও চিন্তিত থাকে অনেকে। শিক্ষার্থীদের চিন্তা দূর করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্সিলেন্স বাংলাদেশ টিমের আয়োজনে আগামী ২৩ জুন (শুক্রবার) রাত ৯.০০ টায় গুগল মিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেমিনার। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্পোরেট জগত সম্পর্কে পরিচয় করিয়ে দিতে এবং এই সম্পর্কিত সকল প্রশ্নোত্তরের জন্যে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে আলোচক হিসেবে যুক্ত থাকবেন পারটেক্স স্টার গ্রুপের এইচ আর প্রফেশনাল তানিয়া সুলতানা, গ্রামীণ দানন- শক্তির ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ ও এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন আশফাক আদি। সেমিনারে যুক্ত থাকতে চাইলে ইভেন্টে গোয়িং আপশনে ক্লিক করে ক্যালেন্ডারে এড করে রাখতে হবে। ইভেন্ট পেইজ: CORPORATE 101: Navigating the path to the corporate world for students. Friday, 23 June, 2023 Time: 9:00pm to 11:00pm Time zone: UTC যুক্ত হওয়ার গুগল মিট লিংক: Video call link: https://meet.google.com/iby-uuzb-zwk