এক্সিলেন্স বাংলাদেশ এর ওয়েব পোর্টালের কো-অর্ডিনেটরের দায়িত্ব পেলেন সাজিয়া আফরিন সৃষ্টি। তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেছে দৈনিক ইত্তেফাক, অনন্যা ম্যাগাজিন, জাগো নিউজে। পাশাপাশি পাক্ষিক অনন্যা ম্যাগাজিনে সাব-এডিটর হিসেবেও কাজ করেছেন। বর্তমানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নিজস্ব পোর্টাল চারদিক ২৪- এ সাব-এডিটর হিসেবে কাজ করছেন৷ একইসঙ্গে সমকালে ফিচার রাইটার হিসেবেও কাজ করছেন।
এক্সিলেন্স বাংলাদেশ এর ওয়েব পোর্টালের কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়ে সৃষ্টি কৃতজ্ঞতা জানাতে ভুলেন নি এক্সিলেন্স বাংলাদেশের প্রতি। তিনি জানান, ‘এটি আমার কাছে নতুন দায়িত্ব। কাজকে আমি ভালোবাসি তাই এই নতুন দায়িত্ব আমার কাজের স্পৃহা বাড়িয়ে দিল। নতুন অঙ্গীকারে আগামী দিনে নিজের কাজটি করে যাব এই প্রত্যাশাই রাখি।