আইইউবির ২ শিক্ষার্থী পেল ইরাসমাস প্লাস স্কলারশিপ

আইইউবির ২ শিক্ষার্থী পেল ইরাসমাস প্লাস স্কলারশিপ


তারা ২ জনই ফুল ইরাসমাস প্লাস স্কলারশিপ পেয়েছে যা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে দেওয়া হয়। মরিবর বিশ্ববিদ্যালয় স্লোভেনিয়ার শীর্ষ পাব্লিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একটি। প্রতিষ্ঠানটি টাইমস হায়ার এডুকেশন “বেস্ট ইউনিভার্সিটিজ ইন ইউরোপ ২০১৮” এওয়ার্ড পেয়েছে, যা ইউরোপের সব পাব্লিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম সেরা পুরষ্কার।


ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইউবি) থেকে ২ জন শিক্ষার্থী  সাদিয়া খান এবং জাফিরা জুনায়রা প্রীতি পেল ইরাসমাস স্কলারশিপ। আইউবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে, স্লোভেনিয়ার মারিবর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স অনুষদে পড়াশোনা করার সুযোগ পেল তারা। তারা ২ জনই ফুল ইরাসমাস প্লাস স্কলারশিপ পেয়েছে যা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে দেওয়া হয়। মরিবর বিশ্ববিদ্যালয় স্লোভেনিয়ার শীর্ষ পাব্লিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একটি। প্রতিষ্ঠানটি টাইমস হায়ার এডুকেশন “বেস্ট ইউনিভার্সিটিজ ইন ইউরোপ ২০১৮” এওয়ার্ড পেয়েছে, যা ইউরোপের সব পাব্লিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম সেরা পুরষ্কার।

বাসালিম আনোয়ার অনিম
বাসালিম আনোয়ার অনিম

Recent post